স্পোর্টস ডেস্ক : ওয়ার্নারের অধীন এবারের মৌসুমটা মোটেই ভালো কাটছে না দিল্লির। ১০ দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান তাদের। ৮ ম্যাচের ৬টিতে হেরেছে দিল্লি। দলের এই বাজে পারফরম্যান্সের দায় ওয়ার্নারকে দিয়েছেন হরভজন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘ওয়ার্নার নামের প্রতি সুবিচার করছে না। তার তিনশর বেশি রান দিল্লির কোনো কাজেই আসেনি। ওর উচিত আয়নায় মুখ দেখা।’
কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:০০