স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির প্রতিভা আর পায়ের জাদু মুগ্ধ করেছিল বহু আগে। তবুও বার্সেলোনার মূল দলে তার জায়গা হয় ১৮ বছর বয়সে। একইভাবে আনসু ফাতি আসেন ১৬ বছর বয়সেই। তাদের মতোই প্রতিভাবান আরেক ফুটবলার এসেছেন বার্সার একাডেমি থেকে। মাত্র ১৫ বছর বয়সে মূল দলের জার্সি গায়ে জড়িয়ে ফেলেছেন তিনি। তিনি ল্যামিন ইয়ামাল। কোচ জাভি হার্নান্দেজের চোখে যিনি মেসি-ফাতির মতোই প্রতিভাবান।
লা লিগায় শনিবার রাতে রিয়াল বেতিসের বিপক্ষের ম্যাচটিতে অভিষেক হয় তার। ম্যাচের ৮৩ মিনিটে নামানো হয় তাকে। ১৫ নম্বর জার্সিধারি এই ফুটবলার কাল মাঠে নামার পর থেকেই তাকে ঘিরে কৌতুহল। তাতে মাত্রা যোগ করে কোচের এমন প্রশংসিত মন্তব্য। তাই অনেকের আগ্রহ কে এই লামিন ইয়ামাল?

২০০৭ সালে জন্ম নেওয়া কিশোর ইয়ামালের। মাঠে নামার সময় তার বয়স ১৫ বছর ২৯০ দিন। ইএসপিএন বলছে, স্পেনের শীর্ষ প্রতিযোগিতায় বার্সেলোনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় ইয়ামাল। বয়স ১৬ পূর্ণ হওয়ার আগে লা লিগায় অভিষেক হওয়া খেলোয়াড়দের মধ্যে তিনি পঞ্চম।
বার্সেলোনার একাডেমি লা মেসিয়ায় বেড়ে ওঠা ইয়ামালের জন্ম স্পেনে। বাবা মরোক্কান বংশোদ্ভূত, মা গিনির। মূলত ফরোয়ার্ড। সেন্টার ফরোয়ার্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার হিসেবেও খেলে থাকেন। বাঁ পায়ের খেলোয়াড় হিসেবে ডান দিকেই খেলেন।
ড্রিবলিং, পাসিং আর গোল করার দক্ষতার কারণে অল্প বয়সেই বার্সেলোনা কোচদের দৃষ্টি কাড়েন ইয়ামাল। ১৪ বছর বয়সে ডাক পেয়ে যান স্পেন অনূর্ধ্ব-১৬ দলেও। ২০২২ সালের মধ্যে স্পেনের অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ আর অনূর্ধ্ব-১৯ দলেও খেলানো হয়েছে তাঁকে।
বার্সেলোনার মূল দলে ইয়ামালকে খেলানোর প্রক্রিয়া শুরু হয় গত বছর। সেপ্টেম্বরে ইয়ামালকে মূল দলের সঙ্গে অনুশীলনে ডাকেন জাভি। এ বছর ম্যাচ দিবসে তাঁকে রাখা হচ্ছিল রিজার্ভ বেঞ্চেও। সর্বশেষ আতলেতিকো মাদ্রিদ এবং রায়ো ভায়েকানো ম্যাচের রিজার্ভ বেঞ্চে ছিলেন তরুণ এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত শনিবার রাতে বেতিসের বিপক্ষে অভিষেকই হয়ে গেল।

মাত্র ১৫ বছর বয়সে অভিষিক্ত এই ফুটবলারের মাঝে মেসি ও ফাতির ছায়া খুঁজে পাচ্ছেন বার্সেলোনার কোচ জাভি। তিনি বলেছেন, ‘হ্যাঁ, সে মেসি ও ফাতির মতো একজন ফুটবলার। আক্রমণভাগে খেলার সহজাত প্রতিভা আছে। লামিনকে ১৫ বছর বয়সী মনে হয় না। সে খুবই পরিপক্ব। সে খেলার জন্য প্রস্তুত, অনুশীলনেও ভালো করে। এই দলে একটি যুগের সূচনা ঘটাতে পারে সে।’
১৯৪১ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ভিসেঙ্ক মার্টিনেজ আলামা একটি রেকর্ড এতদিন নিজের দখলে রেখেছিলেন। কাল সে রেকর্ড ভেঙে অভিষেক হয় ল্যামিনের। তিনিই এখন বার্সেলোনার হয়ে অভিষেক হওয়া সর্বকনিষ্ঠ ফুটবলার।
কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩২