স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে বাঁচা-মরার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে পিএসজি। অথচ এমন ম্যাচে প্যারিসিয়ানরা দলে পাচ্ছে না নেইমারকে। অ্যাঙ্কেলের চোটে মৌসুম শেষ হয়ে গেছে ৩১ বছর বয়সী তারকার। বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগে তার এমন ইনজুরি পিএসজির জন্য বড় ক্ষতি হিসেবেই দেখছেন সবাই। কিন্তু ক্রিস্তফ দুগারে বরং আনন্দিত নেইমার চোটে পড়ায়। তার বিশ্বাস নেইমারের না থাকটা আখেরে ক্রিস্তফ গালতিয়েরের দলের জন্য ভালোই হয়েছে। এই সুযোগে একসূত্রে বাঁধতে পারবেন দলটাকে।
ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরোজয়ী ক্রিস্তফ দুগারে মনে করেন পিএসজির সাফল্যের জন্য সেরা ফর্মুলা পেতে নেইমারকে সরাতেই হবে। তার ইনজুরি তাই দলটা গোছানোর জন্য সেরা সুযোগ এনে দিয়েছে ক্লাবটাকে।আরএমসি স্পোর্টসকে তিনি বলেন, ‘নেইমার চোট পাওয়ায় পিএসজির কথা ভেবে আনন্দ লাগছে। আমার মতে, ক্রিস্তোফ গালতিয়েরের জন্য এটা অপূর্ব এক সুযোগ। একটা না একটা সময় এসে তাকে নেইমারকে সরানোর সিদ্ধান্ত নিতেই হবে, এটাই একমাত্র সমাধান। পেছনে পাঁচজন ও মাঝে তিনজন নিয়ে সামনে মেসি-এমবাপ্পেকে রাখলেই দলটা (পিএসজি) ভারসাম্য পাবে।’
পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই ইনজুরির সঙ্গে সখ্যতা নেইমারের। ক্লাবটিতে যোগ দেওয়ার পর এক মৌসুমেও ইনজুরিমুক্ত থেকে খেলতে পারেননি তিনি। কাতার বিশ্বকাপের মাঝেই পরেছিলেন অ্যাঙ্কেলের চোটে। লিগ ওয়ানে লিলের বিপক্ষে ফের অ্যাঙ্কেলে চোট পান তিনি। সে সময় চোটের গভীরতা বোঝা না গেলেও এখন পিএসজি জানিয়েছে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় অস্ত্রোপচার লাগবে ব্রাজিলিয়ান তারকার। সে ক্ষেত্রে তিন থেকে চারমাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
এদিকে গুঞ্জন, এটিই পিএসজিতে শেষ মৌসুম হতে যাচ্ছে নেইমারের। আসছে গ্রীষ্মে যে কোনো মূল্যেই তাকে বিক্রি করতে চায় পিএসজি। ক্লাবের ইতিহাসের সেরা গোলদাতা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের জন্যও ক্লাবটিতে নেইমারের অবস্থান বেশ নড়বড়ে হয়ে পড়েছে।
কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৩