ডেস্ক নিউজ : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের মধ্য দিয়ে জাতিসংঘ সদর দফতরে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। গানটি পরিবেশন করে বিদেশি সংগীতশিল্পীরা। বিদেশিদের কণ্ঠে এমন গানই বলে দেয় বাংলা ভাষার গৌরব গাঁথা। সালাম, রফিক, বরকত, জব্বারের আত্মত্যাগে বাংলা যে শুধু রাষ্ট্র ভাষার মর্যাদা পায়নি, তা এখন আন্তর্জাতিক পরিমন্ডলে দিন দিন বাংলাদেশকে নতুন করে পরিচিত করে তুলছে তা আরও একবার বিশ্ব দরবারে সগৌরবে উপস্থাপিত হলো।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘ সদর দফতরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশসহ ৭টি দেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলব যে, এটা বাংলাদেশের পক্ষ থেকে, বাঙালীর পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটি অনন্য উপহার।
অনুষ্ঠানে আয়োজক দেশ ভারত, ডেনমার্ক, হাঙ্গেরি, মরক্বো, গুয়াতেমালা, তিমুর-লিসতে-সহ ইউনেস্কোর প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা ভাষা আন্দোলনের শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নতির ভূঁয়সী প্রশংসা করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের দেয়া বাণী পড়ে শোনান ডেপুটি কমিশনার দীলিপ চৌহান।
পরে বিদেশি যন্ত্র শিল্পীরা রবীন্দ্রসংগীত ও বাংলা গানের সুর বাজিয়ে শোনান। অনুষ্ঠানে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের উর্ধ্বতন কর্মকর্তা-সহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৪৪