স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগে ঘুষ দেয়ার বিষয়টি উঠে আসে স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের এক প্রতিবেদনে। সাদেনা এসইআরের বরাত দিয়ে সেখানে বলা হয়, মারিয়া এনরিকেজ নামে এক রেফারিকে টানা তিন বছর অর্থ দেয় বার্সা। ২০১৬ সালে ৫ লাখ ৩২ হাজার, ২০১৭ সালে ৫ লাখ ৪১ হাজার ও ২০১৮ সালে ৩ লাখ ১৮ হাজার ইউরো দেয়ার অভিযোগ আসে। আর এই অর্থ ডিএএসএনআইএল নাইন-ফাইভ কোম্পানির মাধ্যমে নেয়া হয় বলে অভিযোগ।
ঘুষের অভিযোগের পরে ওই সময়ে জেতা বার্সেলোনার শিরোপাগুলো কেড়ে নেয়ার বিষয়ে কথা বলেন লা লিগা সভাপতি। এবার তিনি ক্লাবটির সভাপতি লাপোর্তাকে পদত্যাগের বিষয়ে কথা বলেছেন। তেবাস বলেন, ‘এতগুলো টাকা কেন দেয়া হয়েছে- এর সুষ্ঠু ব্যাখ্যা দেয়া উচিত বার্সার। যদি তারা সেটি দিতে ব্যর্থ হয়, তাহলে ক্লাবের সভাপতির পদত্যাগ করা উচিত।’
এ দিকে এই অপরাধের বিষয়ে তেবাস আরও বলেন, ‘বার্সেলোনার অপরাধটি গুরুতর বলে মনে হচ্ছে।’ এর আগে দলবদলের বিবরণীতে মিথ্যা তথ্য দেয়ায় য়্যুভেন্তাসকে ১৫ পয়েন্ট জরিমানা করা হয়েছিল। তবে ঘুষের অভিযোগের পর এক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে বার্সা। তারা জানিয়েছে, অর্থ পরিশোধ করা হলেও সেটা কেবল পরামর্শের জন্যই।
কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৯