স্পোর্টস ডেস্ক : ২০০৮-০৯ মৌসুম থেকে বার্সেলোনার ১০ নম্বর জার্সিটি পরতেন লিওনেল মেসি। তার যেসব কীর্তি, তার বড় অংশই এই জার্সি গায়ে। কাতালান জায়ান্টদের ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে ১০ নম্বর জার্সিটিকে আলাদা উচ্চতায় তুলেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
২০২১ সালে মেসি বার্সা ছাড়লে ২০২১-২২ মৌসুমে ১০ নম্বর জার্সিটি পান প্রতিভাবান স্প্যানিশ ফরোয়ার্ড আনসু ফাতি। সে সময় তার বয়স ছিল মোটে ১৯ বছর। বার্সেলোনার ভবিষ্যৎ মহাতারকা ভাবা হচ্ছিল তাকেই। কিন্তু ইনজুরির কারণে নিজেকে এখনো মেলে ধরতে পারেননি তিনি। ধীরে ধীরে পাদপ্রদীপের আলোও সরে গেছে তার ওপর থেকে। পেদ্রি-গাভিরা তার পর আলোচনায় এলেও দুজনই নিজেদের জাত চিনিয়ে আলাদা জায়গা করে নিয়েছেন।
কাতালান ক্লাবটির আর্থিক দুর্দশার এই সময়ে জার্সি বিক্রির আয় অর্থের একটি গুরুত্বপূর্ণ উৎস হতে পারত। বিশেষ করে ১০ নম্বর জার্সির ইতিহাসের কারণে এটি সবসময়ই সমর্থকদের চাহিদার তুঙ্গে থাকে। কিন্তু আনসু ফাতির জার্সি কেনার ক্ষেতে ক্লাবটির সমর্থকদের আগ্রহ অনেক কম। বার্সেলোনার ১০ নম্বর জার্সিতে এর আগে মাঠ মাতিয়েছেন দিয়েগো ম্যারাডোনা, রোমারিও, রোনালদিনহোর মতো ফুটবলের মহাতারকারা। সে তুলনায় বার্সার জার্সিতে আনসু ফাতি এখনো ঔজ্জ্বল্য ছড়াতে ব্যর্থই বলা যায়। জাভির দলে খুব বেশি প্রভাবও তৈরি করতে পারেননি তিনি। এমনকি আগামী গ্রীষ্মে তাকে ছেড়েও দিতে পারে ক্লাবটি।
কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৫