স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হচ্ছে চলতি মাসের ১৩ তারিখ থেকে। টি-টোয়েন্টির এই লিগকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ক্রিকেটারদের নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে।
যে কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসা সকল তারকাদের চেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।
তাদের আবেদনের পরিপেক্ষিতে বিপিএলে খেলতে আসা সকল ক্রিকেটারদের তলব করেছে পিসিবি। ক্রিকেট বোর্ডের ডাকে সাড়া দিয়ে আজ রাতেই ঢাকা ত্যাগ করবেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ইফতিখার আহমেদ।
চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ১০ ম্যাচে অংশ নিয়ে এক সেঞ্চুরি আর তিন ফিফটির সাহায্যে তৃতীয় সর্বোচ্চ ৩৪৭ রান করেন ইফতিখার আহমেদ। তার পারফরম্যান্সের সুবাদে শুক্রবার মিরপুরে খুলনার বিপক্ষে সপ্তম জয় পায় বরিশাল।
এদিন খেলা শেষে দলটির ম্যানেজার সেকান্দার আলী জানান রাতেই ইফতেখার চলে যাচ্ছেন পাকিস্তানে।
ম্যাচ শেষে বরিশালের তারকা ওপেনার ফজলে মাহমুদ জানান, ইফতিখার চলে গেলে অবশ্যই আমাদের জন্য সমস্যা হবে। কিন্তু আমাদের বিশ্বাস তার শূন্যস্থান পুরণ করতে পারবেন মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। তিনি সেভাবে সুযোগ পাননি। আমার বিশ্বাস এখন তিনি ইফতিখারের গ্যাপ পূরণ করতে পারবেন।
কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৭