নাসিরনগরের সড়কে ডাকাতির চেষ্টা এবার র্যাবের হাতে অস্ত্রসহ ধরা ৬
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।
Update Time :
মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
১১৭
Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সড়কে ডাকাতির চেষ্টার সময় ছয়জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রের পাশাপাশি আটটি মোবাইল ফোন সেট ও নগদ টাকা উদ্ধার করা হয়। ওই ডাকাত দলটি গত মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলায় র্যাব-৯ এর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উরালকুল এলাকার আব্দুর রউফের ছেলে মো. আবুল কালাম (২৬), একই জেলার লাখাই উপজেলার মুরিয়াগ গ্রামের রুহুল আমিনের ছেলে জসিম উদ্দিন (২৪), একই উপজেলার বামে কাটিয়ারা গ্রামের রতন মিয়ার ছেলে মো. রিপন মিয়া (২১), ফিরোজ মিয়ার ছেলে লাভলু মিয়া (২৩), মৃত হাজী মলয় মিয়া ছেলে মাহমুদুল হাসান জুয়েল (৩৫) ও নিবারন সরকারের ছেলে সবুজ সরকার (২১)। অভিযানের সময় আরো চার-পাঁচ ডাকাত পালিয়ে যায় বলে র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক জানান, ২৬ জানুয়ারি নাসিরনগর চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের ওরস শেষে ফেরার পথে বেশ কিছু সিএনজিচালিত অটোরিকশা ডাকাতদলের কবলে পড়ে। এ ঘটনায় সিএনজি চালক বাদি হয়ে মামলা দায়ের করেন। তিনি জানান, এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় নাসিরনগরের ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ছয়জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় কিছু অস্ত্র ছাড়াও ছাড়াও পাঁচ বাটন মোবাইল ফোন, তিনটি স্মার্টটাচ মোবাইল ফোন, নগদ ছয় হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা অন্তত ৩০টি অটোরিকশায় ডাকাতি করে বলে স্বীকার করে।