ডেস্ক নিউজ : গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে সাইদুর রহমান সিদ্দিকী (৬৫) নামে একজনকে তারই ভাতিজারা পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।
একপর্যায়ে বতুলের দুই ছেলে আনিস সিদ্দীকী ও মফিজ সিদ্দীকী রড দিয়ে পিটিয়ে সাইদুর রহমান সিদ্দিকীকে গুরুতর আহত করেন। ওই দিন রাতেই তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে পুনরায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গত ২৩ জানুয়ারি কাশিয়ানী থানায় একটি মামলা হয়েছে। মামলার পর পুলিশ মফিজ সিদ্দীকীকে গ্রেফতার করে। শুক্রবার সকালে আহত ব্যক্তির মৃত্যু হয়েছে।
কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:১৫