মাওলানা মোফাচ্ছেল হক সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ৩নং মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ মতিন, ১নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক ও ক্যামব্রিয়ান হোস্টেলের পরিচালক মোঃ আবু তাহের ভূঁইয়া। ইসলামী মহাসম্মেলনে কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশনের পর বয়ানের পূর্বে চলতি বছর মাদ্রাসা থেকে হাফেজ হওয়া ৮জন ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথি বৃন্দ। বার্ষিক ইসলামী মহাসম্মেলন টিতে প্রধান আলোচক হিসেবে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেন, মুফাচ্ছেরে কুরআন আল্লামা হযরত মাওলানা গাজী ইয়াকুব উসমানী সাহেব। এতে বিশেষ আলোচক ছিলেন, ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান আনসারী সাহেব সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ।
হাজী শরীয়তুল্লাহ্ নুরানী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, মোগড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সহিদুল ইসলাম সেকান্দর জানান, হাফিজিয়া মাদ্রাসা টি ২০১৫ ইং সালে স্থাপিত হওয়ার পর থেকে প্রায় শতাধিক ছাত্র হেফজ সম্পন্ন করে হাফেজ হয়েছে। মাদ্রাসাটিতে বর্তমানে হেফজ বিভাগে প্রায় ৬০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। ইসলামী মহাসম্মেলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ প্রায় হাজারো ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। পরে সকলের মঙ্গল কামনায় উপস্থিত সকলকে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।