মনিরুল ইসলাম মনি শার্শা (যশোর) সংবাদদাতা : আজ বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল সিএন্ডএফ ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন । সংগঠনের বেনাপোলের নিজস্ব ভবনে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে। আজকের নির্বাচনে শক্তিশালী দুটি প্যানেলে মোট ৩৪ জন প্রার্থী ভোট যুদ্ধে লড়ছেন।
দুটি প্যানেলই নির্বাচনি প্রচার প্রচারনায় এগিয়েছিল। উভয় প্যানেলই জয়ী হবে বলে আশা প্রকাশ করছেন। তবে সাধারন ভোটারগন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন বলে মনে করছেন। অরাজনৈতীক হলেও দুটি প্যানেলে আওয়ামীলীগ ও বিএনপি’র অনেক চিহ্নিত নেতা কর্মি অংশ নিয়েছেন। সে কারনে এবারের নির্বাচনে ভোট প্রদানে দলীয় প্রভাব পড়তে পারে বলে অনেকে মনে করছেন। কারন গোপনে স্থানীয় অনেক আওয়ামীলীগ ও বিএনপি’র নেতারা তাদের দলের প্রার্থীদের পক্ষে ভোট চেয়েছেন বলে জানাগেছে। এ জন্য ভোটে দলীয় প্রভাব পড়বে বলে অনেকের ধারনা। ।
তবে বিগত দিনের মত বেনাপোল সিএন্ডএফ ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহনে কোন প্রার্থী ক্ষমতা, দলীয় প্রভাব বা শন্তি প্রয়োয় করতে পারবে না। ভোটে কারচুপি বা জাল ভোট প্রদানের আশংকা নেই। এ কারনে শান্তিপূর্ন ভোট হবে বলে সকলের ধারনা করছেন। এ ব্যাপারে জানতে চাইলে স্টাফ এসোসিয়েশনের একজন সিনিয়র সদস্য বলেন, এ বারের নির্বাচনে দুটি প্যানেলেই আওয়ামীলীগ ও বিএনপি’র নেতা কর্মিরা অংশ নিয়েছেন। এ জন্য দল দেখে ভোট দিলেও দুটি প্যালের মধ্যেই কমবেশি প্রার্থীরা বিজয়ী হবে। একক ভাবে কোন প্যানেল জয়ী হতে পারবেনা বলে ধারনা করছেন। এ ব্যাপারে জানতে চাইলে একজন সদস্য বলেন সকলেই চাই পরিবর্তন। এ জন্য নতুনদের মধ্যে অনেকের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারনে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে প্রতিনিধিত্ব করছেন তাদের মধ্যে অনেকেই পরাজিত হতে পারেন বলে মনে করছেন।
আজকের নির্বাচনের একটি প্যানেলে মুজিবর- বাবু সমমনা পরিষদ নামে সভাপতি পদে মোঃ মুজিবর রহমান চেয়ার প্রতিক ও নতুন মুখ মোঃ মাসুদ রানা (বাবু খান) তরবারী প্রতিক নিয়ে সাধারন সম্পাদক পদে লড়ছেন। অপর দিকে রিপন- সাজেদুর ঐক্য পরিষদে মোঃ জহিরুল ইসলাম রিপন ছাতা প্রতিক নিয়ে সভাপতি পদে ও মোঃ সাজেদুর রহমান মই প্রতিক নিয়ে সাধারন সম্পাদক পদে লড়ছেন।
আজকের নির্বাচনে বেনাপোল সিএন্ডএফ ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট স্টাফ এসোসিয়েশনের নিজস্ব ভবনে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে। এবার মোট ভোটার সংখা ১৯৪৮জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আব্দুল হামিদ। তার সাথে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন মোঃ মহিদুল ইসলাম ও ইঞ্জিনিয়ার ইমদাদুল হক। তাদের সহযোগিতায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন পুলিশ প্রশাসনের সদস্যরা। এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুল হামিদ বলেন সকল প্রস্তুতি শেষ। তিনি শান্তি পূর্ন ভোট গ্রহনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৩/রাত ৮:২৩