মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই) নব নির্বাচিত পরিচালকদের শপথ ও দায়িত্ব গ্রহন আজ ৩০ ডিসেম্বর বিকাল ৪ টায় নরসিংদী চেম্বার ভবনে অনু্ষ্ঠিত হয় ।
শপথ অনুষ্ঠানে বক্তব্যরাখেন নরসিংদী চেম্বার অব কামার্সের বিদায়ী প্রেসিডেন্ট আলহাজ্ব আলী হোসেন শিশির সি,আই,পি, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাখন দাস, বক্তব্যরাখেন নব নির্বাচিত প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, সিনিঃভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান শামীম নেওয়াজ ভাইস প্রেসিডেন্ট ও আনিসুর রহমান ভুইয়া । আরো বক্তব্যরাখেন নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান এডঃ তারেক মোঃ লুৎফর রহমান, সদস্য এডঃ সহিদুল্লা মিয়া,সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন,নির্বাচনী বোর্ডের সদস্য মাছুম বিল্লাহ শাহিনুল ইসলাম ভুইয়া।
আরো উপস্থিত ছিলেন নব নির্বাচিত পরিচালক কাজিম উদ্দিন, নাজমুল হক ভুইয়া, আল-আমিন রহমান, মোতালিব হোসেন, এনামুল হক মনির, দেলোয়ার হোসেন দুলাল, রফিকুল ইসলাম, রাসেল বিন হাসানাত, ফয়সাল আহমেদ, পরেশ সূত্রধর, হাসিব আহমেদ মোল্লা, সারোয়ার হোসেন ভুইয়া ঝন্টু, শহিদুল ইসলাম পলাশ, সাইফুল ইসলাম জাহিদ, আসাদুজ্জামান সহ সাবেক ও বর্তমান এনসিসিআই চেম্বারের পরিচালক, কর্মকর্তা ও অতিথিবৃন্দ। সব শেষে সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
কিউএনবি/ অনিমা/ ৩০.১২.২০২২/সন্ধ্যা ৭.৫৬