সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘মানদৌস’

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মানদৌস’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করেছে। এটি আরও দুর্বল হয়ে আজ (শনিবার) সকাল ৬টায় গভীর নিম্নচাপে আকারে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

ঘূর্ণিঝড় ‘মানদৌস’ নিয়ে ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরপর ‘মানদৌস’ নিয়ে আর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না বলে জানিয়েছে তারা।

শনিবার (১০ ডিসেম্বর) আবহাওয়াবিদ হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মানদৌস’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করেছে। এটি আরও দুর্বল হয়ে আজ (শনিবার) সকাল ৬টায় গভীর নিম্নচাপে আকারে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ শনিবার দুপুর পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

কিউএনবি/অনিমা/১০.১২.২০২২/দুপুর ১.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit