মেয়ের চিঠি
—————
মাঝে মাঝে ই জীবনের পাওয়া- না পাওয়ার
হিসেব মেলাতে হিমসিম খাই।
তখন কিচ্ছু ভালো লাগে না।
পৃথিবী টা পানসে লাগে।
আর তক্ষনি সামনে এসে দাঁড়ায় আমার
শান্তি -স্বস্তি -ভালবাসা রা
এক পৃথিবী তৃপ্তি নিয়ে।
আর সাথে সাথে জীবনের মানে দাঁড়ায়
পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ আমি।
পৃথিবী শুধু দুঃখ ভাগাভাগি র নয়
সুখেরও ভাগ দিতে হয়
সাথে তৃপ্তি রও…
আমার আত্মজ এর একটা অংশ
জ্ঞান অর্জনের লক্ষ্যে শারীরিক ভাবে বেশ দুরে অবস্থান করছে। দুজনেই দুজনকে অহর্নিশ ফিল করছি।
মেয়েটা কদিন আগে একটা চিঠি লিখেছে আমায়,
যা আপনাদের সাথে শেয়ার করতে খুব মন চাইছে।
যদি ও ইংরেজি চিঠিকে বাংলায় করে
ঐ ফিলিং বুঝানো কষ্টকর তবুও চেষ্টা করছিঃ
” প্রিয় মা “
আমি দেশ থেকে চলে আসার আগে জানতাম
তোমায় ভালবাসি।
কিন্তু আমি এখন পরিপূর্ণ বুঝি
তোমাকে কত্তো টা ভালোবাসি।
আমার জীবনের এটা যদি শেষ মুহূর্ত হয়ে থাকে
তাহলে আমি একটি জিনিস ই চাই —
“আমি যেন তোমায় আর একটি বার জড়িয়ে ধরতে পারি।”
আমি তোমাকে খুউব মিস করছি মা…
দুমাস হয়ে গেছে আমি আসছি মা
আর আমি এখন বুঝতে পারি
মানুষ কেন সবকিছু ফেলে মায়ের কাছে চলে যায়।
আমি দোয়া করি সৃষ্টি কর্তার কাছে যেন আমরা
আগামী তে একসাথেই থাকতে পারি।
একসময় আমি তোমার পছন্দের সবকিছুই কিনে দেবো
এবং তোমার খরচের জন্য
ইনকামের একটা পার্ট রেখে দেবো।
একা থাকার যন্ত্রণা ই একসময়
ইনশাআল্লাহ সফলতা এনে দেবে।
ততদিন পর্যন্ত সুস্থভাবে অপেক্ষা করো।
আমি ভালবাসি আম্মু পৃথিবীর সবকিছুর থেকে বেশি….।
লেখিকাঃ নিলোফার চৌধুরী মনি একজন সাবেক এমপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। গণতান্ত্রিক আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধা। ছাত্র রাজনীতির পুরোধা হিসাবে স্বীকৃতি পেয়েছেন সারাদেশ ব্যাপি। বর্তমানে প্রায় প্রতিদিন টেলিভিশনের পর্দায় ঝড় তুলেন টকশো প্রোগ্রাম গুলোতে। সত্য কথনে নিলোফার চৌধুরী মনি কখনো আপোষ করেন নি। আজকের পোস্টটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে অনুমতি স্বাপেক্ষে সংগৃহিত।
কিউএনবি/বিপুল/০৬.০৯.২০২২/ দুপুর ১২.১০