বিনোদন ডেক্স : চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৭ এপ্রিল। ছবিটি নিয়ে শুরু থেকেই দর্শক ও ইন্ডাস্ট্রির আগ্রহ তুঙ্গে। বিশেষ করে এই সিনেমার জন্য সালমান খানের শারীরিক প্রস্তুতি ও চরিত্রগত রূপান্তর ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। জানা গেছে, ছবিটিতে অভিনয়ের জন্য সালমান খান পারিশ্রমিক নিচ্ছেন ১১০ কোটি রুপি।
চরিত্রের প্রয়োজনে নিয়মিত শরীরচর্চা ও কঠোর ডায়েট মেনে নিজেকে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তুলেছেন ভাইজান। এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে গোবিন্দকে। দীর্ঘদিন পর সালমান ও গোবিন্দা একসঙ্গে পর্দায় ফিরছেন। বাস্তব জীবনেও দুজনের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। সাধারণত যেখানে গোবিন্দা ৫–৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন, সেখানে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর জন্য তিনি পাচ্ছেন ৮ কোটি রুপি।
সালমানের সঙ্গে এই ছবির মাধ্যমে প্রথমবার কাজ করছেন চিত্রাঙ্গদা সিং। তিনি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সাধারণত তার পারিশ্রমিক প্রায় ১ কোটি রুপি হলেও, এই ছবির জন্য নাকি তিনি নিচ্ছেন ২ কোটি রুপি। এছাড়া ‘হাসিনা’, ‘জঞ্জীর’ ও ‘এ সুটেবল বয়’-এ অভিনয় করা অভিনেতা অঙ্কুর ভাটিয়া এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। শোনা যাচ্ছে, তার পারিশ্রমিক ১.৫ কোটি রুপি।
‘সিকান্দার’ সিনেমায় অভিনয়ের পর আবারও এই ছবিতে দেখা যাবে অভিলাষ চৌধুরীকে। সূত্রের দাবি, তিনি পাচ্ছেন ৫০ লাখ রুপি। হানি সিংয়ের জনপ্রিয় গান ‘মিলিয়নিয়ার’-এর মিউজিক ভিডিওতে নজর কাড়া মডেল ও অভিনেত্রী হীরা সোহাল এই ছবিতে অভিনয় করে পাচ্ছেন বলে শোনা যাচ্ছে ১ কোটি রুপি। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কারও পারিশ্রমিকের তথ্য নিশ্চিত করা হয়নি, তবে ইন্ডাস্ট্রি সূত্রে এই অঙ্কগুলোই ঘুরে বেড়াচ্ছে।
কিউএনবি/মহন/১২ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:২২