বিনোদন ডেক্স : বিশ্ব চলচ্চিত্র ও টেলিভিশনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসেরর ৮৩তম আসর অনুষ্ঠিত হয়েছে আজ ভোরে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে। প্রত্যাশিত বিজয়ীদের পাশাপাশি এবারের আসরে ছিল একাধিক চমক। ভ্যারাইটি অবলম্বনে গুরুত্বপূর্ণ বিভাগগুলোর বিজয়ীদের তালিকা তুলে ধরা হলো
সেরা সিনেমা (ড্রামা) হ্যামনেট সেরা সিনেমা (মিউজিক্যাল বা কমেডি) ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সেরা পরিচালক (চলচ্চিত্র) পল থমাস অ্যান্ডারসন — ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সেরা চিত্রনাট্য (চলচ্চিত্র) পল থমাস অ্যান্ডারসন — ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সেরা অভিনেতা (চলচ্চিত্র, ড্রামা) ওয়াগনার মউরা — দ্য সিক্রেট এজেন্ট
সেরা অভিনেত্রী (চলচ্চিত্র, ড্রামা) জেসি বাকলি — হ্যামনেট সেরা অভিনেতা (চলচ্চিত্র, মিউজিক্যাল বা কমেডি) টিমোথি শালামে — মার্টি সুপ্রিম সেরা অভিনেত্রী (চলচ্চিত্র, মিউজিক্যাল বা কমেডি) রোজ বার্ন — ইফ আই হ্যাড লেগস আই’ড কিক ইউ সেরা পার্শ্ব পুরুষ অভিনেতা (চলচ্চিত্র) স্টেলান স্কারসগার্ড — সেন্টিমেন্টাল ভ্যালু
সেরা পার্শ্ব নারী অভিনেত্রী (চলচ্চিত্র) টেয়ানা টেলর — ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সেরা নন-ইংলিশ ভাষার সিনেমা দ্য সিক্রেট এজেন্ট সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র কে–পপ ডেমন হান্টার্স সিনেমাটিক ও বক্স অফিস সাফল্য সিনার্স সেরা মৌলিক সুর (চলচ্চিত্র) লুডউইগ গোরানসন — সিনার্স সেরা মৌলিক গান (চলচ্চিত্র) গোল্ডেন — কে–পপ ডেমন হান্টার্স
সেরা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল বা কমেডি) দ্য স্টুডিও সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা) দ্য পিট সেরা টেলিভিশন সিরিজ অ্যাডোলেসেন্স সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, ড্রামা) রিয়া সিহর্ন — প্লুরিবাস সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ, ড্রামা) নোয়া ওয়াইল — দ্য পিট সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, মিউজিক্যাল বা কমেডি) জিন স্মার্ট — হ্যাকস সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ, মিউজিক্যাল বা কমেডি) সেথ রোজেন — দ্য স্টুডিও
সেরা অভিনেত্রী (টেলিভিশন লিমিটেড সিরিজ) মিশেল উইলিয়ামস — ডাইং ফর সেক্স সেরা অভিনেতা (টেলিভিশন লিমিটেড সিরিজ) স্টিফেন গ্রাহাম — অ্যাডোলেসেন্স সেরা পার্শ্ব অভিনেত্রী (টেলিভিশন) এরিন ডোহার্টি — অ্যাডোলেসেন্স সেরা পার্শ্ব-অভিনেতা (টেলিভিশন) ওউয়েন কুপার — অ্যাডোলেসেন্স
সেরা টেলিভিশন স্ট্যান্ডআপ কমেডি রিকি জারভেইস — রিকি জারভেইস: মর্টালিটি সেরা পডকাস্ট গুড হ্যাং উইথ অ্যামি পোলার সব মিলিয়ে সিনেমা ও টেলিভিশনের নানা ধারার কাজকে স্বীকৃতি দিয়ে এবারের গোল্ডেন গ্লোবের আসর হয়ে উঠেছে বৈচিত্র্যময় ও স্মরণীয়।
কিউএনবি/মহন/১২ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:১৫