তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিরিশরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে কালচারাল একাডেমি হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং এর সভাপতিত্বে নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ রাজীব উল-আহসান, কাঠমুন্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তরু শাহরিয়ার স্বর্গ, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সাবেক মেয়র শ. ম জয়নাল আবেদীন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সুপ্রিমকোর্টর আইনজীবী সজয় চক্রবর্তী প্রমুখ।
কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫