তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মটরসাইকেলের ধাক্কায় কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া গ্রামের আব্দুল হক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে কৃষ্ণেরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায়, সোমবার দুপুরে আব্দুল হক তার মেয়ের বাড়ী কৃষ্ণেরচর এলাকায় যাওয়ার জন্য অটোরিক্সা যোগে রওনা হয়। বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের উত্তর কৃষ্ণেরচর এলাকায় অটো থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি মটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তায় পরে গিয়ে মাথায় প্রচন্ড ভাবে আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সোমবার রাতে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরন করেন। দুর্গাপুর থানার পরিদর্শক তদন্ত এনামুল হক জানান, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০