ডেস্ক নিউজ : হলেন- বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী রেশমী বেগম (৫০) ও একই জেলার কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে সালাম খান (৪২)। বাগরহাট ফায়ার সার্ভিস ও ডিফেন্সের উপপরিচালক জানান, বাগেরহাট শহর থেকে আসা ইট বোঝাই একটি ট্রলি দড়াটানা সেতুর ঢালে চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে এলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ভ্যানকে ধাক্কা দিয়ে ট্রলিটি উল্টে যায়।
যাত্রীবাহী ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে দুজন আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। অপর আহত ভ্যানের চালককে খুলনা মেডিকেলে ভতি করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮