আমার মা
—————
আমি ৩দিন উইন্ডো শপিং করেছি। একদিন আমি চাদনিচকের অনেক দোকান ঘুরে আমার “আম্মা” এর জন্য একটি ব্যাগ কিনলাম। ব্যাগটি দেখে আমার মা আমাকে জিজ্ঞাসা করলেন “দাম কত” ? আমি তাকে উত্তর দিলাম কিন্তু সে দাম শুনে খুশি হলেন না।
আরেকদিন আমি আমার মা এর জন্য একটা থ্রি পিস কিনলাম। তিনি আমাকে আগের মত দাম জিজ্ঞেস করলেন। থ্রি পিসির দাম তাকে খুশি করেনি। তিনি বিষণ্ণতার সাথে হাসলেন।

গত মাসে আমি আমার মায়ের জন্য কিছু ক্লিপ কিনেছিলাম। তিনি দাম জানতে চাইলেন। আমি তাকে উত্তর দিলাম “এটা মাত্র ৪৫টাকা, আপনি কি এটা পছন্দ করেছেন? কেন আপনি আমার কেনাকাটা পছন্দ করেন না?
তিনি খুশি হয়ে তার অনুভূতি এভাবে প্রকাশ করলেন,”তুই সুধু শুধু টাকা নস্ট করিস, আমার জন্যেসব সময় বেশি দাম দিয়েকেনাকাটা করিস, টাকা জমাতে পারিস না”?
এইতো আমার মা ……….
আমরা সবসময় মা’কে খুশি করার চেষ্টা করি।
আমাদের কথাঃ কুইকনিউজবিডি.কমে ফেসবুক কর্নার নামে একটি নতুন বিভাগ চালু করা হয়েছে। প্রতিদিন ফেসবুক টাইমলাইনে অনেকেই জীবনের খন্ডচিত্র এঁকে থাকেন। আমরা সে খন্ডচিত্র গুলোকে জোড়া দেয়ার চেষ্টা করছি। এখন থেকে ফেসবুক কর্নার নামের এই বিভাগে নিয়মিতভাবে অনেকের জীবনের খন্ডচিত্র তুলে ধরা হবে।
আজকে বেসরকারী উন্নয়ন সংস্থায় কর্মরত রেজিনা রোজী‘র ফেসবুক টাইমলাইন থেকে পোস্টটি সংগ্রহ করা হয়েছে।যদিয় পোস্টটি ছিল ইংরেজিতে। আমরা অনুবাদ করে প্রকাশ করলাম।রেজিনা রোজী নিয়মিতভাবে তাঁর লেখনীর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অনেক চমৎকার পোস্ট উপহার দিয়ে থাকেন।
কিউএনবি/বিপুল/১০/০৫/২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৯.০৫