আন্তর্জাতিক মা দিবসের শুভ কামনায় —-
———————————————–
“তোমরা আমাকে একজন আদর্শ মা উপহার দাও, আমি তোমাদের একটা আদর্শ জাতি উপহার দেবো। ” নেপোলিয়ন বোনাপার্ট এর এই বিখ্যাত উক্তি থেকে বোঝা যায় যে আসলে সারা বিশ্ব পরিচালনার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একজন মায়ের ।
একজন মানুষ আসলে মাতৃগর্ভ থেকেই গড়ে উঠতে শুরু করে। আর দুনিয়া দেখার কাজ শুরু হয় মাতৃ ক্রোড়েই। কাজেই মায়ের চোখ-ই তার চোখ,মায়ের কান-ই তার কান আর মায়ের স্পর্শই তার প্রথম স্পর্শানুভূতি। এভাবেই মা হয়ে ওঠেন সন্তানের প্রথম শিক্ষক ।
পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির আশ্রয় স্থল হলো মা। আর মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় বলা হয় শৈশবকাল কে। আর মনে হয় মায়ের স্নেহের স্পর্শের জন্যই শ্রেষ্ঠ হয়ে ওঠে শৈশবকাল । তাই তো প্রতি বছর ৮ই মে বিশ্ব মা দিবসের প্রাক্কালে মা কে নিয়ে বিভিন্ন মনীষী ও বিভিন্ন মানুষের উক্তি গুলি খুব আলোচিত আর হৃদয়গ্রাহী হয়ে ওঠে।
আজ আন্তর্জাতিক মা দিবসে সকল মায়ের সুস্থতা আর শান্তি কামনা করছি । জগতের সকল মায়েরা ভাল থাকুন আমিন।
আমাদের কথাঃ কুইকনিউজবিডি.কমে ফেসবুক কর্নার নামে একটি নতুন বিভাগ চালু করা হয়েছে। প্রতিদিন ফেসবুক টাইমলাইনে অনেকেই জীবনের খন্ডচিত্র এঁকে থাকেন। আমরা সে খন্ডচিত্র গুলোকে জোড়া দেয়ার চেষ্টা করছি। এখন থেকে ফেসবুক কর্নার নামের এই বিভাগে নিয়মিতভাবে অনেকের জীবনের খন্ডচিত্র তুলে ধরা হবে।
আজকে জার্মানি’র ডুসেলডর্ফ প্রবাসী আবেদীন আশনাত এম্মা এর ফেসবুক টাইমলাইন থেকে পোস্টটি সংগ্রহ করা হয়েছে। আবেদীন আশনাত এম্মা নিয়মিতভাবে তাঁর চমৎকার লেখনীর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অনেক চমৎকার পোস্ট উপহার দিয়ে থাকেন।
কিউএনবি/বিপুল/ ০৮ মে ২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬.৪৫