কৃতজ্ঞতা জানাই পরম করুনাময় আল্লাহকে, কৃতজ্ঞ সকলের প্রতি
————————————————————————
গত ৩রা মার্চ ২০২২ ইং এ আমার ওপেন হার্ট বাইপাস সার্জারি হয়ে গেল এবার কেয়ার হাসপাতালে। এর আগে কয়েকদিন আমাকে এনজিওগ্রাম সহ বিভিন্ন টেস্ট নিয়ে ব্যস্ত ছিল ডাক্তারগণ। অপারেশনের পর দুই দফায় প্রায় ১৫ দিন ছিলাম এভারকেয়ার হাসপাতালে।
আমার অপারেশনের সময় আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ী এবং বিশেষ করে দলীয় নেতাকর্মীরা আমার জন্যে অন্তর থেকে দোয়া করেছিল। তাঁদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি এখন অনেকটাই সুস্থ। কৃতজ্ঞতা জানাই পরম করুনাময় আল্লাহর কাছে এবং যারা আমার জন্যে দোয়া করেছিলেন।
টাঙ্গাইল জেলার মির্জাপুর শহরেই আমার জন্ম, বেড়ে উঠা। আমার অসুস্থতায় মির্জাপুরের মানুষ ছিল সবচেয়ে বেশি উদ্বিগ্ন। আমি তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আমাকে দেখতে হাসপাতালে এসেছিলেন প্রিয় বড়ভাই, বিএনপি ঢাকা উত্তরের আহবায়ক, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ভাই।
হাসপাতাল থেকে আমি আমার উত্তরার বাসায় চলে আসলে জাতীয় অনেক নেতৃবৃন্দ আমাকে দেখতে আসেন। বিশেষ করে বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আমাকে দেখতে এসে বিশদ খোঁজ খবর নিয়েছেন, আমার পূর্ন সুস্থতার জন্যে প্রানভরে দোয়া করেছেন। আমি কৃতজ্ঞ প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের প্রতি।
এছাড়াও মুন্সীগন্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নিৰ্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বড়ভাই কামরুজ্জামান রতন এবং প্রিয় বন্ধু সাবেক ছাত্রনেতা খুলনা ৩ আসনের বিএনপির নমিনি গণমানুষের এম.পি রকিবুল ইসলাম বকুল, ছাএদলের সাবেক সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক বন্ধু আজীজুল বারী হেলাল, বন্ধুবর মিনহাজ, বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক বন্ধুবর ইঞ্জিনিয়ার শ্যামল মাহবুব, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছোট ভাই সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বড় ভাই আব্দুল মালেক, ঢাকা দক্ষিণের বিএনপি নেতা, কেন্দ্রীয় কমিটির সদস্য, বন্ধুবর হামিদুর রহমান হামিদ, ঢাকা ১৪ আসনে বিএনপির নমিনি সাজু ভাই সহ অসংখ্য,বন্ধু বান্ধব, গুনগ্রাহী দেখতে এসেছিলেন।
লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় বিশেষ ভাবে খোঁজ খবর নিয়েছেন, সাহস জুগিয়েছেন, প্রানভরে দোয়া করেছেন। আমি অশেষ কৃতজ্ঞ আমার দলীয় প্রধানের প্রতি।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডঃ রুহুল কবির রিজভী ভাই, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ড্যাবের ডাঃ জাহিদ ভাই, বিএনপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ভাই সহ অনেকেই ফোনে কথা বলেছেন, খোঁজ খবর নিয়েছেন, আমার সুস্থতা কামনা করেন। তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমার পুরো অসুস্থতায় আমার পাশে থেকে সার্বক্ষণিক সাহস জুগিয়েছে, অকল্পনীয় সেবাযত্ন করেছে, উদ্বিগ্নতায় কেটেছে যার পুরোটা সময়, সে আমার স্ত্রী আফরোজা খন্দকার নিপু। আমার ছেলে সানিয়াত,নাহিয়ান, মেয়ে সামি কি কষ্টের মুহূর্ত অতিবাহিত করেছে তা বুঝতে পারি। আমার বড় ভাই,বোন, দুলাভাই ভাবী,ভাগ্নে, ভাগ্নি , ভাতিজিরা ছিল দোয়া দরুদের উপর। আমার শশুর, শাশুড়ি মা, শ্যালক, শ্যালিকা ও ভায়রা গণ আমার জন্যে অনেক করেছে। এঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ছোট করতে চাইনা।
আপনারা আমার জন্যে দোয়া করবেন। আমার পরিবারের সকল সদস্যেরও জন্যে দোয়া করবেন। আমিন।
আমাদের কথাঃ কুইকনিউজবিডি.কমে ফেসবুক কর্নার নামে একটি নতুন বিভাগ চালু করা হয়েছে। প্রতিদিন ফেসবুক টাইমলাইনে অনেকেই জীবনের খন্ডচিত্র এঁকে থাকেন। আমরা সে খন্ডচিত্র গুলোকে জোড়া দেয়ার চেষ্টা করছি। এখন থেকে ফেসবুক কর্নার নামের এই বিভাগে নিয়মিতভাবে অনেকের জীবনের খন্ডচিত্র তুলে ধরা হবে।
আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোঃ মুহসিন হল ছাত্র সংসদের সাবেক জিএস, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাঈদ সোহরাব এর ফেসবুক টাইমলাইন থেকে উপরোক্ত পোস্ট সংগ্রহ করা হয়েছে।
কিউএনবি/বিপুল/ ০৬ মে ২০২২খ্রিস্টাব্দ/ বিকাল ৬.৩৫