কিছু জিজ্ঞাসা
—————–
একটা বিষয় কয়েকদিন ধরেই আমাকে বারাবার ভাবাচ্ছে। গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে অনলাইনে এখন কেউই আর তেমন লেখালেখি করছেন না। টুকটাক যারাও লিখছেন তাদের বেশিরভাগই জেনারেল দ্বীনি ভাইয়েরা। অথচ কুরআন-সুন্নাহর আলোকে হক্কানী উলামায়ে কেরামের এই বিষয়গুলো অনলাইনে আরো বেশি করে খোলাসা করা জরুরী। নাহলে যারা এগুলো নিয়ে লিখছেন এর কারনে উপকার তো কিছু অবশ্যই হচ্ছে বাকি আসল ফিকহি তাকয়িফ ও শরয়ী বিশ্লেষণ না জানার কারনে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে অনেক বেশি।
ইনশাল্লাহ সামনে নিচের বিষয়গুলো নিয়ে কাজ করার ইচ্ছে করেছি। সমসাময়িক প্রেক্ষাপটে অবশ্যই সবগুলো গুরুত্বপূর্ণ। হক্কানী উলামায়ে কেরামের সোহবতে মুতালাআ, মুযাকারা ও তাকরার করেই সঠিক বিষয়টা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষভাবে দুয়ার দরখাস্ত। কিছু টপিক বলছি। আপনারাও টপিক সাজেস্ট করতে পারেন। আমিও উপকৃত হবো ইনশাল্লাহ।
(১) ইসলামী ব্যাংকিং : সমস্যা ও সমাধান।
(২) আধুনিক চিকিৎসা ব্যবস্থার ফিকহী বিশ্লেষণ।
(৩) বীমা তাকাফুল : শরয়ী রূপরেখা।
(৪) ফিকহুল ইজারা : আধুনিক ভাড়া চুক্তির বিশ্লেষণ।
(৫) ফিকহুল বুয়ু : আধুনিক ব্যবসা-বাণিজ্যের শরয়ী রূপরেখা বিশ্লেষণ
(৬) বার্থকন্ট্রোল বা জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থার শরয়ী বিশ্লেষণ।
(৭) আদাবুল মুআশারাত বা ইসলামের সামাজিক জীবনাচারের সৌন্দর্য।
(৮) ইলমুল আকায়েদ : খাইরুল কুরুনের ভ্রান্ত সম্প্রদায় ও বর্তমান সিচুয়েশনে নব্য ফিতনাবাজদের মাঝে মিল-অমিল!
(৯) ইসলামী দণ্ডবিধির স্বরূপ বিশ্লেষণ।
আমাদের কথাঃ কুইকনিউজবিডি.কমে ফেসবুক কর্নার নামে আমরা একটি নতুন বিভাগ চালু করেছি। প্রতিদিন ফেসবুক টাইমলাইনে অনেকেই জীবনের খন্ডচিত্র এঁকে থাকেন। আমরা সে খন্ডচিত্র গুলোকে জোড়া দেয়ার চেষ্টা করছি। এখন থেকে ফেসবুক কর্নার নামের এই বিভাগে নিয়মিতভাবে অনেকের জীবনের খন্ডচিত্র তুলে ধরা হবে।
আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী,সুইডেন প্রবাসী নুসাইবা তাসনীম এর ফেসবুক টাইমলাইন থেকে উপরোক্ত পোস্ট সংগ্রহ করা হয়েছে।
কিউএনবি/বিপুল/০৫ মে ২০২২ খ্রিস্টাব্দ /রাত ১১,১৩