সয়াবিন তেল সমাচার
—————————-
এই বোতলে সয়াবিন তেল আছে ২ লিটার। সয়াবিন তেলের বোতলে দাম লেখা আছে ৩১৮ টাকা। পুরনো কাষ্টমার বিবেচনায় দয়া করে ৪০০ টাকায় দিল। মৃদুস্বরে আপত্তি করেই বিপদে পড়ার যোগাড়। এদিক ওদিক তাকিয়ে দেখলাম, ভোক্তা অধিকার, মোবাইল কোর্ট, চেম্বার,বনিক সমিতির কেউ থাকলে আশ্রয় প্রার্থনা করতাম। মনে পরলো এখন তো অফিস সময় নয়, আর আজতো ছুটি। ওরা কেউ নাই। বককৃতা বিবৃতিতেই সীমাবদ্ধ থাকলো। কেউ কিছু করতে পারলোনা।
পুনশ্চঃ বাসার কাছে মুদি দোকান। ওখানে কেনাকাটা করি। সোয়াবিন দিতে পারলোনা। সকালে একজন এসে সবটুকু ৩৫ লিটার তেল নিয়ে গেছে। বুঝলাম খুলে বিক্রি করা হবে। আমাদের ব্যবসায়ীরা কত মেধাবী। আমরা কবে মেধাবী হয়ে সয়াবিন খাওয়া বন্ধ করব? এতে স্বাস্থ্যের উপকারই হবে। তেলতো বাদ দেওয়া যাবেনা তবে, কম তো খেতে পারি।
আমাদের কথাঃ কুইকনিউজবিডি.কমে ফেসবুক কর্নার নামে আমরা একটি নতুন বিভাগ চালু করেছি। প্রতিদিন ফেসবুক টাইমলাইনে অনেকেই জীবনের খন্ডচিত্র এঁকে থাকেন। আমরা সে খন্ডচিত্র গুলোকে জোড়া দেয়ার চেষ্টা করছি। এখন থেকে ফেসবুক কর্নার নামের এই বিভাগে নিয়মিতভাবে অনেকের জীবনের খন্ডচিত্র তুলে ধরা হবে।
আজকে একজন কৃতিমান স্কাউটার, ক্রীড়ানুরাগী, সাবেক জেলা ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন আহমেদ এর ফেসবুক টাইমলাইন থেকে উপরোক্ত পোস্ট সংগ্রহ করা হয়েছে।
কিউএনবি/বিপুল/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/ রাত ১১.৫০