ঈদের চাঁদ
————-
দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর শাওয়ালের ঈদের চাঁদ তালাশ করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। শৈশব এবং কৈশোরে গ্রামের বাড়িতে যখন ঈদ পালন করতাম তখন প্রায় সময়েই ঈদের চাঁদ দেখার সুযোগ পেতাম। কিন্তু জীবিকার তাগিদে ইট-পাথরের শহরে সর্বশেষ কখন ঈদের চাঁদ দেখেছি মনে পরছেনা।
এই বছরেও চাঁদ দেখা হয়নি তবে সোস্যাল মিডিয়ায় অনেকেই এডিট করা চাঁদ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তাতে কি আর আসল চাঁদের সৌন্দর্য উপভোগ হয়?
আমার শ্রদ্ধাভাজন এক প্রাক্তন সিনিয়র সহকর্মী আব্দুল মুকিত স্যারের বড় ভাই আব্দুল মুঈদ স্যারের টাইম লাইনে শেয়ার করা এই ছবিটি আমার কাছে খুব সুন্দর লেগেছে তাই অনুমতিক্রমে আমার টাইম লাইনে রেখে দিলাম। ছবিটি জনাব আব্দুল মুঈদ নাটোর থেকে তুলেছেন।
আমাদের কথাঃ কুইকনিউজবিডি.কমে ফেসবুক কর্নার নামে আমরা একটি নতুন বিভাগ চালু করেছি। প্রতিদিন ফেসবুক টাইমলাইনে অনেকেই জীবনের খন্ডচিত্র এঁকে থাকেন। আমরা সে খন্ডচিত্র গুলোকে জোড়া দেয়ার চেষ্টা করছি। এখন থেকে ফেসবুক কর্নার নামের এই বিভাগে নিয়মিতভাবে অনেকের জীবনের খন্ডচিত্র তুলে ধরা হবে।
আজকে আব্দুল্লাহ আল-মামুন, জুনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার, এইচ আর, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড,ডিপিডিসি এর টাইমলাইন থেকে সংগৃহিত।
কিউএনবি/বিপুল/ ০৩ মে ২০২২ খ্রিস্টাব্দ / রাত ০১.২০