আমরা দুজন ত্রিশ বছর একত্রে কাটালাম ! এরই মাঝে আমাদের সংসার আলো করে এসেছে দু’জন সচেতন পুত্র সন্তান ! আলহামদুলিল্লাহ, আমরা চারজন সুখে আছি, ভালো আছি ! আমাদের আগামী যেন আরোও সুন্দর ও সফল হয় সেই দোয়া কামনা করছি !!
সংসারাশ্রম
—————–
(রক্তঋণে বন্ধ যেদিন শ্রমিকের কাজ
আমরা সেদিন সেজেছি বিয়ের সাজ।)
একলা জীবন, উদাসী মন
বিরহ বাবুই’য়ে বিক্ষিপ্ত যেমন
জীবন প্রদীপ জ্বালানোর সেই গান,
‘নিশি না পোহাতে’ গাইলে
প্রেমের জোয়ারে ভাসালে
গোলাপী আভায় ডুবলো দু’টি প্রাণ।
যেন শ্যামদেশের মোহনীয় কন্যা
কন্ঠস্বরে ছিলো প্রাণেশ্বর ঝরণা
রাবীন্দ্রিক ঢঙে অপরূপা সিক্ত নন্দিনী,
দু’হাতে নাটাই ধরে রইলে
তোমার আকাশে উড়ালে
সুঁতোর বাঁধনে জড়ালে চির সঙ্গিনী।
দুটি ফুল যেন স্বর্ণের আভা
মৌ-মৌ সৌরভ দীপ্ত প্রভা
দিলে অঞ্জলি ভরে অকৃপণ উপহার,
হৃদয়ে তাইতো ময়ূর নাচে
দুঃখ হারায় সুখেরা বাঁচে
স্বপ্নেরা খেলা করে তোমার-আমার।
কিউএনবি/বিপুল/১লা মে ২০২২ খ্রিস্টাব্দ/ দুপুর ১.১৮