প্রিয় বান্ধবী নাজনীন আকতার চৌধুরী নীনা মিরপুর বাংলা কলেজের এসোসিয়েট প্রফেসর। আজ নীনা তার বনানীর বাসায় ইফতারীর দাওয়াত দিয়েছিল। আমরা কয়েকজন বন্ধু বান্ধবী হাজির নীনার বাসায়। নীনার হাজবেন্ড আলম ভাই একজন অতিরিক্ত সচিব, আমারদের বন্ধু পরিমণ্ডলে মিশে গেছেন অনেক আগেই। খুব দিলখোলা মানুষ।
নীনার দুই ছেলে আমেরিকায় লেখাপড়া করে। মায়ের প্রতি তাদের অনুযোগ, মা তুমি যখন তোমার বন্ধুদের জন্যে রান্না কর তখন খাবারগুলো এত টেস্টি হয় কেন ? আলম ভাইও একই কথা বললেন, আমি মনে মনে বলি, বন্ধুদের জন্যে নীনার রান্নার সাথে মিশে থাকে বন্ধুত্ব, মায়া মমতার অদ্ভুত এক মিশেল। রান্নাতো টেস্টি হবেই।
মলি, শিউলি, রানু ,জাহানারা,ইয়াসমিন,নওরীন, মিসেস হীরু এই ইফতার মাহফিলে যেন গেস্ট নয়, এরাই হোস্ট। নীনাই যেন গেস্ট। বন্ধুদের মধ্যে তুহিন, শিমু,হীরু ছিল। আর ছিল গিয়াস ভাই, বুল্বুল ভাই। নীনা,আলম ভাইর দেয়া ইফতার পার্টি গড়াল ডিনারে। ধন্যবাদ তাদেরকে। বন্ধুদের একটা মোহনীয় সন্ধ্যা উপহার দেয়ার জন্যে।
ছবি কার্টেসীঃ রানুর মেয়ে অহনা।
২৯.০৪.২০২২ খ্রিস্টাব্দ রাত ১১.৫০
আমাদের কথাঃ কুইকনিউজবিডি.কমে ফেসবুক কর্নার নামে আমরা একটি নতুন বিভাগ চালু করেছি। প্রতিদিন ফেসবুক টাইমলাইনে অনেকেই জীবনের খন্ডচিত্র এঁকে থাকেন। আমরা সে খন্ডচিত্র গুলোকে জোড়া দেয়ার চেষ্টা করছি। এখন থেকে ফেসবুক কর্নার নামের এই বিভাগে নিয়মিতভাবে অনেকের জীবনের খন্ডচিত্র তুলে ধরা হবে।
কিউএনবি/বিপুল/ ৩০ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /রাত ১১.৩৬