
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরআগে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) নরসিংদীর শিবপুর মডেল থানাধীন ব্রাহ্মন্দী উত্তর পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নরসিংদীর শিবপুর উপজেলার বাজনাব দক্ষিণ পাড়া এলাকার আব্দুল খালেকর ছেলে সুমন মুন্সী (৩৫) ও নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর পূর্ব পাড়ার মৃত তোতা মিয়ার ছেলে নজরুল ইসলাম (২৩)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে ও বিজ্ঞপ্তিতে জানান হয়।
কিউএনবি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৫