
মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী: নরসিংদী জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এবং থানা পর্যায়ে কর্মরত সদস্যদের ‘বডি ওর্ন’ ক্যামেরা ব্যবহার কার্যক্রম উদ্বোধন করা হয়। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী শহরের ভেলানগর জেলা খানার মোড়ে পুলিশ সদস্যদের শরীরে ‘বডি ওর্ন ’ ক্যামেরা লাগানোর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত (প্রশাসন ও অর্থ) মোঃ যায়েদ শাহরীয়ার-সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থি ছিলেন।
১ম পর্যায়ে ৭ থানায় ৭টি এবং ট্রাফিক বিভাগে ৮টি ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, ‘বডি ওর্ন’ ক্যামেরার মাধ্যমে মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এই উদ্যোগ। তিনি জানান, একজন পুলিশ সদস্য এই মুহূর্তে কোথায় আছেন, কী দায়িত্ব পালন করছেন-সেটা ‘বডি ওর্ন’ ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে নজরদারি করা হবে। পুলিশের কার্যক্রম রেকর্ডেও থাকবে।
কিউএনবি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৮