রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় বর্ধিত কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আশুলিয়ায় হত্যা মামলার আসামী, মাদক কারবারী ও ভূমিদস্যু শরীফুল গ্রেপ্তার  এশিয়া কাপের বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়? পুরো সূচি দেখে নিন এক নজরে বিএনপির ৩১ দফা রূপরেখা প্রচারে পবা উপজেলায় উঠান বৈঠক ও গণসংযোগ নতুন মৌসুমে নিজের লক্ষ্যের কথা জানালেন ওলমো হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না, যুক্তরাষ্ট্রের ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধেই থাকবে মোহরে ফাতেমি কী, বর্তমান কত টাকা? এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচ আবুধাবিতে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে আগ্রহ নেই মানুষের, জানালো জাতিসংঘ ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন ৮ ফল, পরামর্শ বিশেষজ্ঞদের

আইপিএল: প্রথম দিনের মেগা নিলাম শেষে অবিক্রিত রইলেন যারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৩ Time View

 

স্পোর্টস ডেস্ক :  আইপিএল ২০২২ মেগা নিলামে একাধিক ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত ইতোমধ্যে হয়ে গেছে। বেঙ্গালুরুতে বসা মেগা নিলামের প্রথম দিন গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) একাধিক তারকা খেলোয়াড় নিজের বেস প্রাইসের থেকে কোটি কোটি বেশি টাকায় এক এক দলে যোগ দিয়েছেন। 

১২.২৫ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন ভারতের তরুণ তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। পুরানো দল আরসিবিতে হর্ষল প্যাটেলের কামব্যাক হয়েছে ১০.৭৫ কোটি টাকায়। শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার ভানিন্দু হাসারঙ্গা ১০ কোটি টাকায় আরসিবিতে যোগ দিয়েছেন। তবে এর মধ্যে রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার, যারা নিলামের প্রথম দিন রয়ে গেছেন অবিক্রিত। সেই তালিকায় রয়েছেন সুরেশ রায়না, সাকিব আল হাসানের মতো তারকা ক্রিকেটাররা।

মেগা নিলামের প্রথম দিনের শেষে কোন ক্রিকেটাররা রইলেন অবিক্রিত-

১. সুরেশ রায়না- গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন সুরেশ রায়না। তবে এবারের নিলামের প্রথম দিন রায়না রইলেন অবিক্রিত। রায়নার বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। ২০০৮ সাল থেকে আইপিএলে খেলছেন রায়না। এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০৫টি ম্যাচে খেলে ৫৫২৮ রান করেছেন তিনি।

২. সাকিব আল হাসান- নিলামের প্রথম দিন বিশ্বসেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান রইলেন অবিক্রিত। ২ কোটি বেস প্রাইস থাকা ক্রিকেটারদের তালিকায় ছিলেন সাকিব। গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। তবে এবারের রিটেনশনে তাকে ধরে রাখেনি নাইট শিবির। ২০১১ সাল থেকে আইপিএলে খেলছেন সাকিব। এখনও পর্যন্ত ৭১টি আইপিএলের ম্যাচে ৭৯৩ রান করেছেন সাকিব।

৩. স্টিভ স্মিথ- আইপিএলের মেগা নিলামের প্রথম দিন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ রইলেন অবিক্রিত। স্মিথের বেস প্রাইস ছিল ২ কোটি। গত বছর দিল্লি ক্যাপিটালস শিবিরে ছিলেন এই অজি তারকা ক্রিকেটার। এখনও পর্যন্ত ১০৩টি আইপিএল ম্যাচে খেলে ২৪৮৫ রান করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের সাবেক এই অধিনায়ক।

৪. ডেভিড মিলার- দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলারও মেগা নিলামের প্রথম দিন রইলেন অবিক্রিত। গত বছর রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন মিলার। এবারের নিলামে তার বেস প্রাইস রয়েছে ১ কোটি টাকা। ২০১২ সাল থেকে আইপিএলের সঙ্গে যুক্ত এই প্রোটিয়া ক্রিকেটার। এখনও পর্যন্ত ৮৯টি আইপিএলের ম্যাচে ১৯৬৪ রান করেছেন মিলার।

৫. মোহাম্মদ নবি- আফগানিস্তানের অল-রাউন্ডার মোহাম্মদ নবি আইপিএলের নিলামের প্রথম দিন রইলেন অবিক্রিত। আফগান তারকা অলরাউন্ডারের বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। গত বছর নিজামের শহরের দলে ছিলেন তিনি। ২০১৭ সাল থেকে আইপিএলের সঙ্গে যুক্ত নবি। আইপিএলের ১৭টি ম্যাচে ১৮০ রান রয়েছে নবির ঝুলিতে।

৬. ম্যাথু ওয়েড- আইপিএলের নিলামের প্রথম দিন অজি তারকা ক্রিকেটার স্টিভ স্মিথের পর অবিক্রিত রইলেন অজি ক্রিকেটার ম্যাথু ওয়েড। ওয়েডের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। ২০১১ সালে ওয়েড দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন।

৭. ঋদ্ধিমান সাহা- উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা নিলামের প্রথম দিন রইলেন অবিক্রিত। ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে খেলা শুরু করেছিলেন ঋদ্ধি। এখনও পর্যন্ত ১৩৩টি আইপিএলের ম্যাচে ২১১০ রান করেছেন তিনি। গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন ঋদ্ধি।

৮. স্যাম বিলিংস- ইংল্যান্ডের ডান হাতি ব্যাটার স্যাম বিলিংস নিলামের প্রথম দিন অবিক্রিত রয়ে গেলেন। ২০১৬-১৭ পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন বিলিংস। এবং ২০১৮-১৯ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস দলে ছিলেন ইংলিশ ব্যাটার।

৯. উমেশ যাদব- ২০১০ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল যাত্রা শুরু করেছিলেন উমেশ যাদব। গত মৌসুমে তাকে ছেড়ে দিয়েছিল আরসিবি। তখন দিল্লি ক্যাপিটালস কিনেছিল উমেশকে। এখনও পর্যন্ত আইপিএলের ১২১টি ম্যাচে ১১৯টি উইকেট নিয়েছেন উমেশ।

এই তালিকায় থাকা বাকি ক্রিকেটাররা হলেন- ১০. আদিল রশিদ ১১. মুজিবুর রহমান ১২. ইমরান তাহির ১৩. অ্যাডাম জাম্পা ১৪. অমিত মিশ্র ১৫. রজত পাতিদার ১৬. আনমোলপ্রীত সিং ১৭. সি হরি নিশান্থ ১৮. মোহম্মদ আজহারউদ্দিন ১৯. বিষ্ণু বিনোদ ২০. বিষ্ণু সোলাঙ্কি ২১. এন জগদীশান ২২. এম সিদ্ধার্থ ২৩. সন্দীপ লামিছানে।

কিউএনবি/অনিমা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit