সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলার ৫নং আড়ানগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় আড়ানগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন তারা। নব-নির্বাচিত চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান এর সভাপতিত্বে অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদায়ী চেয়ারম্যান সাহাজান আলী কমল, সাংবাদিক এ কে সাজু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব সাবদুল ইসলাম, নবনির্বাচিত চেয়ারম্যান এর সহধর্মিণী মাসরুফা আকতার মিমি, রেজোয়ান আহম্মেদ, বিথি আকতারসহ নবনির্বাচিত ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমানকে ভোটে নির্বাচিত করায় অত্র ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপস্থিত সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। শেষে উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ নবনির্বাচিত চেয়ারম্যানের নিকট আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন এবং চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান নির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩