এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় স্কুলছাত্র ইয়াশিন আরাফাত বাঁচতে চাই। চিকিৎসার জন্য দেশের বিত্তবান ও প্রবাসীদের নিকট আর্থিক সাহায্যের আবেদন করেছে সে। ইয়াশিন আরাফাত উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের আন্দারকোটা গ্রামের মাদ্রাসা পাড়ার মৃত আলী হায়দার ওরফে হজতালীর ছেলে ও আন্দারকোটা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। ২০২১ সালের মার্চ মাসে সে জানতে পারে তার শরীরে মরণ ব্যাধি ব্লাড ক্যান্সার বাসা বেঁধেছে। আরাফাত বর্তমানে ভারতের মুম্বায়ের ক্যান্সার হাসপাতাল হতে চিকিৎসা নিচ্ছে।আরাফাত জানায়,তার শারীরিক অবস্থা আগের চাইতে অনেক ভাল। তবে সে সম্পূর্ণ সুস্থ্য নয়।
আরাফাতের মা আমিরন নেছা বলেন, আমার স্বামী মারা গেছেন, ২ মেয়ে ও ১ ছেলে আরাফাতকে নিয়ে কোনমতে চলে আমার অভাবের সংসার। ছেলেকে চিকিৎসা করাতে ইতিমধ্যে আমার যা কিছু ছিলো তা বিক্রি করা শেষ। ভারতের মুম্বায় ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ডা. নির্মল রায় ও ডা. ভাসুলাল তরফদার বলেছেন, আরাফাকে সম্পূর্ণ সুস্থ্য করতে হলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এ চিকিৎসায় প্রায় ১৫ লাখ টাকা ব্যায় হবে।
যা যোগন দেওয়া আমার পক্ষে অসম্ভব। এ অবস্থায় আমার ছেলের চিকিৎসার জন্য দেশের বিত্তবান ও প্রবাসীদের নিকট সাহায্য কামনা করছি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভুতি কি আমার বুকের মানিক পেতে পারে না ?।
কিউএনবি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৪