স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে নারকেল গাছ থেকে পড়ে গিয়ে আজিবর হোসেন(৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় পৌরশহরের মোহনপুরে এ ঘটনা ঘটে। আজিবর হোসেন মোহনপুরের মৃত আবদুস সোবহানের ছেলে।
জানাযায়, তিন সন্তানের জনক আজিবর হোসেন সকাল ১১ টার দিকে নারকেল পাড়ার জন্য গাছে ওঠে। কিন্তু অসাবধান বশত: গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু তাকে মৃত ঘোষনা করেন। অজিবরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর ই আলম সিদ্দিকী জানান, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেননি।
কিউএনবি/আয়শা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০২