ডেস্ক নিউজ : ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। ভোর থেকেই নেতাকর্মীরা আসছেন। তাদের হাতে ও মাথায় দেশ এবং দলীয় প্রতীকের পতাকা। মুখে নানামুখী স্লোগান। রোববার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় সরকারি পাইলট স্কুল মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকার কথা রয়েছে।
দীর্ঘ দুই যুগ পর দলের চেয়ারম্যানের ফেনী আগমন ও মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। মহাসমাবেশের আশপাশ ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। এছাড়া সমাবেশস্থল ও আশেপাশের এলাকায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আগেভাগে আসা নেতাকর্মীরা জানান, তাদের চেয়ারম্যানকে কাছে থেকে একনজর দেখার ইচ্ছা থেকে আগেভাগে উপস্থিত হয়েছেন।
কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:০০