গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি : ঝালকাঠি -২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, আমার স্বামী ভুট্টো’র মৃত্যুর পর আমার কোনো চাওয়া পাওয়া নেই। টাকা পয়সা সোনা গহনার কোনো চাহিদা নেই।
আমি জনগনের পাশে থেকে সেবা করতে চাই। বিএনপি ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো জুলুম নির্যাতন হবে না। যদি কেউ এরম কিছু করার চেষ্টা করে সাথে সাথে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের নেতা তারেক রহমানের এব্যাপারে কড়া নির্দেশনা রয়েছে। যারা নেতার নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দল থেকে বহিষ্কার করা হবে।
ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ভীমরুলি বাজার কমিটির উদ্যোগে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ভীমরুলী বাজার কমিটির অফিসে এই প্রচারণা কাজ শুরু হয়। প্রচারণা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভীমরুলী বাজার কমিটির সভাপতি পুলক হালদার।
এসময় উপস্থিত ছিলেন কনিকা রানী ঘোস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট আহয়বাহক ঝালকাঠি জেলা কিশোর কান্তি রায়, দিলীপ হালদার, স্বপন হালদার, রামকৃষ্ণ রায়, রিপন হালদার, সুজন হালদার, মিঠুন মিস্ত্রী, অচিন্ত এদবর, সমীর হালদার প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/রাত ৮:২২