সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জেসিপিএসসি জাতীয় পর্যায়ে দ্বিতীয় (২য়) শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিষ্ঠানের এই অভাবনীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন প্রতিষ্ঠান প্রধান জেসিপিএসসি-এর অধ্যক্ষ লে. কর্নেল মাইমুনুল করিম চৌধুরী, এমফিল, এইসি বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ)’ হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রতিষ্ঠানে অব্যাহত অর্জনের মধ্যে জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশে ২য় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (স্কুল), বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (স্কুল), বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ, কলেজ শাখা), ক্রীড়া ক্ষেত্রে জেলা পর্যায়ে বাস্কেটবল ও হকিতে চ্যাম্পিয়ন এবং অ্যাথলেটিকসে ১৮টি পদক অর্জন করেছে।
এই ঐতিহাসিক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, সঠিক নেতৃত্ব, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে। “পরিশ্রম যখন মেধার সাথে মেশে, তখন সাফল্য আসে ইতিহাস হয়ে” এই মূলমন্ত্রকে ধারণ করেই জেসিপিএসসি তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
অধ্যক্ষ লে. কর্নেল মাইমুনুল করিম চৌধুরী এই সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, আগামীতেও জেসিপিএসসি শিক্ষার গুণগত মান ধরে রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য বয়ে আনবে। সিলেটের এই শিক্ষা প্রতিষ্ঠানের এমন অর্জনে স্থানীয় সুশীল সমাজ ও শিক্ষানুরাগীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/রাত ৮:১৯