ডেস্ক নিউজ : সোমবার (১ ডিসেম্বর) আগুন নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন এসব কথা জানান। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে গিয়ে সরু সড়কের কারণে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি প্রবেশ করতে পারেনি।
পুরান ঢাকার রাস্তাঘাটের অবস্থা আপনারা জানেন। রাস্তায় গাড়ি আনা খুবই কষ্টকর। আমরা বড় একটা পানিবাহী গাড়ি নিয়ে এসেছিলাম, ওই গাড়িটা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পানিবাহী গাড়ি থেকে কষ্ট করে অনেক দূর থেকে পাইপ টেনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি।
কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:১২