শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের বেনাপোল পৌর বিএনপি’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল জামিয়া আরাবিয়া বাগে জান্নাত কওমি মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ১ (শার্শা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি মাদ্রাসার এতিমদের মাঝে খাবার বিতরন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজেমউদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সহ সভাপতি মোঃ শাহাবউদ্দিন, আবদার আলী, যুগ্ম সম্পাদক ইছাহক মিয়া,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বেনাপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলমগীর হোসেন সিদ্দিকী, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহীদ,বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহম্মেদ শাওন।সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জেল হোসেন তুহিন প্রমুখ।
অপরদিকে বৃহস্পতিবার বিকালে গোগা ইউনিযনের অগ্রভুলোট মাদ্রায়ায় আসর নামাজের পর এক দোয়া মাহফির অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোগা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব হযরত আলী মাষ্টার, সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ছোট, গোগা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল হামিদ সরদার, বিএনপি নেতা আলী হোসেন, তোফাজ্জেল হোসেন তোফা, বাবুল হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি ও মোহাদ্দিস মাওঃ সফিকুর রহমান।
কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:০৮