ধর্ম ডেস্ক : যে মাসে কোরআন নাজিল হয়েছে
রামাযান মাসে লাইলাতুল কদরে কুরআন নাজিল শুরু হয়েছে। এরপর নবুওয়াতের ২৩ বছর ধরে তা নবী করিম (সা.)-এর ওপর নাজিল হতে থাকে। মহান আল্লাহ বলেন,
‘রমজান মাস, এতে মানুষের পথ প্রদর্শক ও সৎ পথের স্পষ্ট নিদর্শন এবং ন্যায় ও অন্যায়ের মীমাংসা রূপে কোরান অবতীর্ণ হয়েছিল। (সুরা বাকারা, আয়াত: ১৮৫)
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
‘আমি এ কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে (মহিমান্বিত রাত্রিতে)।’ (সুরা কদর, আয়াত: ১)
এমনইভাবে একদিন তিনি যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন মহান আল্লাহর দ‚ত জিবরাইল আ. তাঁর কাছে আগমন করে বললেন, আপনি পড়ুন। নবীজি বললেন, পড়ার অভ্যাস আমার নেই। তারপর তিনি তাঁকে অত্যন্ত শক্তভাবে ধরে আলিঙ্গন করলেন এবং ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়ুন ।
اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّکَ الَّذِیۡ خَلَقَ ۚ ١ خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ عَلَقٍ ۚ ٢ اِقۡرَاۡ وَرَبُّکَ الۡاَکۡرَمُ ۙ ٣ الَّذِیۡ عَلَّمَ بِالۡقَلَمِ ۙ ٤ عَلَّمَ الۡاِنۡسَانَ مَا لَمۡ یَعۡلَمۡ ؕ ٥
পড় তোমার প্রতিপালকের নামে, যিনি (সব কিছু) সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত দ্বারা। পড় এবং তোমার প্রতিপালক সর্বাপেক্ষা বেশি মহানুভব। যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।
কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৫,/রাত ৯:২২