স্পোর্টস ডেস্ক : বুধবার (১৯ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে সিরিজের প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচে উড আট ওভার বল করে বাম হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করায় সতর্কতামূলক স্ক্যানের জন্য মাঠ ছেড়েছিলেন।
ওয়ার্ম-আপ ম্যাচে তিনি আর মাঠে নামেননি, তবে পরে তাকে সম্পূর্ণ ফিট ঘোষণা করা হয় এবং এখন তিনি সিরিজের প্রথম টেস্টের একাদশে থাকার দৌড়ে আছেন। পার্থের অপ্টাস স্টেডিয়ামের উইকেট পেসারদের জন্য সহায়ক বলেই পরিচিত। তাই পেস নির্ভর দল সাজিয়েছে ইংল্যান্ড।
জোফরা আর্চার, উড, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্সের সঙ্গে আছেন ফিট হয়ে ফেরা অধিনায়ক বেন স্টোকসও। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ১২ সদস্যের দলে আছেন শোয়েব বশির। তবে জো রুটের পার্টটাইম স্পিনের ওপরও ভরসা রাখতে পারবে ইংলিশরা।
ব্যাটিং লাইনে বড় কোনো চমক নেই। বেন ডাকেট ও জ্যাক ক্রলি ইনিংসের উদ্বোধন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এরপর মিডল অর্ডারে নির্ভরযোগ্য মুখ হিসেবে আছেন—অলি পোপ, রুট, হ্যারি ব্রুক, স্টোকস এবং উইকেটকিপার জেমি স্মিথ।
কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:০৫