স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলংকা ক্রিকেট দল। সফরে গিয়ে টানা দুই ম্যাচে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে লংকানরা।
দলীয় ৬৯ রানে ফেরেন আরেক ওপেনার কামিল মিশ্রা। তিনি ৩০ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করে আউট হন। দলীয় ১১২ ও ১২৩ রানে আউট হয়েছেন কুশাল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস।
অধিনায়ক কুশাল মেন্ডিস ৫৪ বলে ৩ বাউন্ডারিতে ৩৪ রান করে ফেরেন। ৯ বলে মাত্র ১০ রানে ফেরেন কামিন্দু মেন্ডিস। দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন সাদিরা সামারাবিক্রমা ও জেনিথ লিয়ানাগে।
কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৫,/রাত ৮:০০