ডেস্ক নিউজ : শনিবার (১৫ নভেম্বর) রাতে জাবির জনসংযোগ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, জাবি ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে রাত ১০টার পর যেকোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো।
এতে আরও বলা হয়, রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চললে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া অনুষ্ঠানচলাকালীন শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার জন্য নির্দেশ দেয়া হয়।
কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৫,/রাত ৯:২৩