বিনোদন ডেস্ক : এই প্রথম ইংরেজি ছবিটি তিনি নির্মাণ করতে চলেছেন পৃথিবী বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের সৃষ্টিকর্তা স্যার আর্থার কোনান ডয়েলকে নিয়ে।
জানা গেছে ছবিটির নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’, যা শার্লক হোমসের একটি আইকনিক সংলাপের ইঙ্গিত বহন করে। যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে সৃজিতের ‘ম্যাচকাট’ এবং শাহনাব আলমের ‘ইনভিজিবল থ্রেড’ প্রযোজনা সংস্থা।
 
সৃজিত জানান, শার্লক হোমসের কাছে তাকে যিনি পৌঁছে দিয়েছেন, সেই মহান সাহিত্যিককে নিয়ে গল্প বলার তাগিদ থেকেই তিনি এই ছবিটি নির্মাণ করছেন। নতুন এই ছবিতে আর্থার কোনান ডয়েলকে তার নিজের তৈরি করা রহস্যের জগতে নিজেই পর্দা উন্মোচন করতে দেখা যাবে।
এর আগে সৃজিত শার্লক হোমসকে নিয়ে জাতীয় স্তরের এক ওয়েব প্ল্যাটফর্মে ‘শেখর হোমস’ নামের একটি কাজ করেছিলেন, যা বিবিসি প্রযোজিত হিন্দি সিরিজ ছিল।
সৃজিতের এই আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে দারুণ আশাবাদী সহ-প্রযোজক শাহনাব আলম। তিনি বলেন, ‘সৃজিতের কাজের সঙ্গে তার পরিচয় আছে এবং তার প্রত্যাশা, এই ছবিটিও আন্তর্জাতিক মানের একটি কাজ হবে।’
 
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/রাত ৯:১৫