স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে শততম টেস্ট ম্যাচ খেলবেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুশফিকের এই মাইলফলক রাঙিয়ে তোলার জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে।
এদিকে দু-একদিনের মধ্যে নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি। এজন্য চারজন ক্রিকেটারের সঙ্গে আলোচনা করা হবে চট্টগ্রামে। এছাড়া দুজন নির্বাচক দিয়ে চলছে জাতীয় দল গড়ার কার্যক্রম। নাজমুল আবেদীন বলেন, ‘আমরা একজন পূরণ করেছি। রাজ্জাক পরিচালক হয়েছে। দুজনের পক্ষে কাজটা করা কঠিন। দ্রুত পূরণ করার চেষ্টা করব।’
কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৫,/রাত ৮:৩৪