স্পোর্টস ডেস্ক : এক ম্যাচ আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ দল। এমন সিরিজের হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকে দায় দিলেন লিটন দাস। দিনের পর দিন ব্যাটিংয়ে ব্যর্থ হচ্ছেন দলের ব্যাটাররা। যেন কিছুতেই উন্নতির চেষ্টাটুকুও নেই!
পরে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে লিটন বলেন, ‘চট্টগ্রামের মতো উইকেটে ১৫০ রান খুব বড় কিছু নয়। আমরা যখনই ভালো শুরু পেয়েছি, তখনই আউট হয়ে গেছি। যদি শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যেতে পারতাম, তাহলে ম্যাচটা অন্যভাবে শেষ হতে পারত।’‘সমস্যা হচ্ছে, ব্যাটাররা ক্রিজে সেট হলেই আউট হয়ে যাচ্ছে। আমাদের সময় নিয়ে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাকেও ১২–১৩ ওভার পর্যন্ত ব্যাট করা উচিত ছিল।’
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ১১:০০