বিনোদন ডেস্ক : বিনোদন জগতের বলিউড বাদশাহ শাহরুখ খানের কোন বিষয়টি সবচেয়ে ‘আবেদনময়’, সে কথার অকপটে উত্তর দেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। শাহরুখকে তিনি চোখে হারান, এ কথা বারবার স্বীকার করে নেন অভিনেত্রী। একসঙ্গে জুটি বাঁধার আগে থেকেই বলিউড বাদশার প্রতি ছিল তার মুগ্ধতা। সেই অভিনেত্রীকে ইঁদুর বলে মনে করতেন শাহরুখ। কিন্তু কেন?
‘ডন’ সিনেমায় জুটি বেঁধেছিলেন দুই তারকা। ‘ডন’ সিনেমার সেটেও শাহরুখের প্রতি মুগ্ধতা নিয়ে কোনো রাখঢাক ছিল না প্রিয়াংকা চোপড়ার। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল, শাহরুখের কোন বিষয়টিতে সবচেয়ে বেশি যৌন আবেদন রয়েছে? উত্তরে প্রিয়াংকা বলেছিলেন, সব কিছুতেই। ও আমার সবচেয়ে পছন্দের। ও সরাসরি চোখের দিকে তাকায়। ওর প্রতি বরাবরই মুগ্ধতা ছিল। ও অনুপ্রাণিত করে।
অভিনেত্রী বলেন, সবকিছু ভালো লাগে এই মানুষটার। ওর কোনো ভুল হতেই পারে না। সেই সময় শাহরুখের মুখেই ছিল সেই সংলাপ। কিন্তু বাস্তবেও কি প্রিয়াংকা জংলি বিড়ালের মতো? এমন প্রশ্নের উত্তরে প্রিয়াংকাকে ইঁদুর বলেছিলেন শাহরুখ খান।
উত্তরে দেশি গার্ল বলেছিলেন, আমি মোটেও ইঁদুর নই। একটা ভালো দেখতে পশুর সঙ্গে আমার তুলনা কর। তখন খরগোশের সঙ্গে প্রিয়াংকার তুলনা করেছিলেন বাদশাহ। পরে অবশ্য শাহরুখ খান বলেছিলেন, আসলে আমি ওকে খুবই পছন্দ করি। ওর প্রতিভার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে।
কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/রাত ১০:৫০