বিনোদন ডেস্ক : এই প্রথম ইংরেজি ছবিটি তিনি নির্মাণ করতে চলেছেন পৃথিবী বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের সৃষ্টিকর্তা স্যার আর্থার কোনান ডয়েলকে নিয়ে।
জানা গেছে ছবিটির নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’, যা শার্লক হোমসের একটি আইকনিক সংলাপের ইঙ্গিত বহন করে। যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে সৃজিতের ‘ম্যাচকাট’ এবং শাহনাব আলমের ‘ইনভিজিবল থ্রেড’ প্রযোজনা সংস্থা। সৃজিত জানান, শার্লক হোমসের কাছে তাকে যিনি পৌঁছে দিয়েছেন, সেই মহান সাহিত্যিককে নিয়ে গল্প বলার তাগিদ থেকেই তিনি এই ছবিটি নির্মাণ করছেন।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/রাত ১০:৫০