বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা গোপনে বাগদান সেরেছেন। সম্প্রতি দীপাবলিও নাকি একসঙ্গেই উদযাপন করেছেন এ তারকা জুটি। এমনই খবর ঘুরছে বিনোদন দুনিয়ায়। এ জল্পনার মধ্যেই অভিনেত্রী জানালেন, সম্পর্কে ঝগড়া-বোঝাপড়া কীভাবে সামাল দেন তিনি।
এর আগে জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণ থাকা উচিত? এমন প্রশ্নের উত্তরে রাশমিকা মান্দানা বলেছিলেন, জীবনের প্রতিটি পর্যায়ে তাকে আমার সঙ্গে থাকতে হবে। তার সঙ্গে থাকলে যেন আমি নিরাপদ বোধ করি। এখানেই শেষ নয়; আরও একটি চাহিদার কথা বলেছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, তিনি যে-ই হোন, তার মনে দয়ামায়া থাকতে হবে। আর থাকতে হবে আমার প্রতি সম্মান। সম্পর্কে যত্ন থাকাটা আমার কাছে অত্যন্ত জরুরি।
সহানুভূতিশীল মন না থাকলে তার সঙ্গে পথচলা মুশকিল। রাশমিকা মান্দানা বলেন, সাধারণত ছোট ছোট বিষয় নিয়েই ঝগড়া শুরু হয় সম্পর্কে। কোথায় যাবে, কীভাবে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে না— এই প্রশ্নগুলো তুললেই সমস্যার শুরু হয় সম্পর্কে। এই ছোট বিষয় থেকে ভুল বোঝাবুঝি শুরু হলে দুই পক্ষকেই সমস্যায় পড়তে হয়।
কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:২২