শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার দূর্গাপুর উপজেলায় স্বামীর বিষপানের খবর শুনে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন তার স্ত্রী। সোমবার (১৩অক্টোবর) বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে উপজেলার বসনকোণা গ্রামে এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। দূর্গাপুর থানা ওসি মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
সুরতহাল রিপোর্ট ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বকুল আক্তারের (১৯) বাবা মো. চাঁন মিয়া (৬২) সোমবার (১৩অক্টোবর) থানায় এসে ঘটনাটি পুলিশকে জানান। তার মেয়ে বকুল আক্তারের সাথে এক বছর পূর্বে একই গ্রামের হাসান উল্লাহর বিয়ে হয়। আজ বিকালে উল্লাহর বাবা মায়ের সাথে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে আমার মেয়ের জামাই হাসন উল্লাহ রাগ করে ঘরে থাকা কীটনাশক পান করে।
এ সময় বাড়ীর লোকজন হাসন উল্লাহকে চিকিৎসার জন্য দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষপানের এ ঘটনায় বকুল আক্তার অভিমান করে সবার অগোচরে, বিকাল অনুমানিক পাঁচটার দিকে তাহার পরিহিত উড়না দিয়ে নিজের বসত ঘরে বাঁশের ধরনার সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে ।
এ ঘটনায় দূর্গাপুর থানা পুলিশকে সংবাদ দিলে তারা বকুল আক্তারের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। দূর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান – সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনাস্থলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:২৮