আন্তর্জাতিক ডেস্ক : তেল আবিবে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে বড় ধরনের সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রয়োজন পড়লে ইরানে অত্যন্ত দ্রুত এবং শক্তিশালী হামলা চালানোর বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার ব্র্যাড কুপার গতকাল রবিবার ইসরায়েলি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এই বিশেষ বৈঠক করেন। বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ করে চ্যানেল ১৪ জানিয়েছে, উভয় পক্ষই বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে ইরানের মোকাবিলায় অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করছে এবং সামরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের প্রস্তুতির জন্য সময়ের প্রয়োজন হলেও সুনির্দিষ্ট এবং অতর্কিত হামলার জন্য ওয়াশিংটন সবসময় প্রস্তুত রয়েছে।
সেন্টকম কমান্ডার উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের কৌশল হচ্ছে দ্রুত, আকস্মিক এবং সুনির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করা। মার্কিন কর্মকর্তারা এখন ইরানে শাসনব্যবস্থার পরিবর্তনকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন। যদি কোনো হামলা চালানো হয়, তবে তার মূল লক্ষ্য হবে সাধারণ নাগরিক ও বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের জন্য দায়ীদের ওপর আঘাত হানা। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরায়েলসহ মিত্রদের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো মূল্যে তাদের সুরক্ষা নিশ্চিত করা হবে বলেও বৈঠকে পুনর্ব্যক্ত করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৬,/সকাল ১০:০১